ছাতকে ইউপি মেম্বরের সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ ১৩
- আপডেট সময় : ১২:৩৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি: ছাতক থানার ভাতঁগাও ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার শাহবাজ মিয়া ও তার সন্ত্রাসী দল নিয়ে শুক্রবার সকালে খঞ্চনপুর গ্রামের আজিজুর রহমান গং দের উপর সন্ত্রসী হামলা চালিয়ে ১৩ জন কে গুলিবিদ্ধ করেছে। আহত হয়েছেন আরো অনেক।
ভাতগাও যুবলীগের সাধারন সম্পাদক কয়েছ আহমদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ দিন যাবত বাদে ঝিগলীর আবুল হাসনাথ, খনঞ্চন পুরের এজু মিয়া গংরা সমম্মিলিত হয়ে মেম্বার শাহবাজ মিয়াকে সামনে রেখে অবৈধ অস্ত্র সংগ্রহ করে আজিজুর রহমান গংদের প্রান নাশের হুমকি দিয়ে আসছে। শুক্রবার সকালে শাহবাজ মেম্বার ও তার দলের সন্ত্রাসিরা অবৈধ অস্ত্র (বন্দুক) দিয়ে আজিজুর রহমান গংদের বাড়ির সানে ফায়ার করেতে থাকে । আজিজুর রহমান গংরা বিচ্ছিন্ন ভাবে প্রতিরোধের চেষ্টা করলে বন্দুকের গুলিতে ১৩ জন গুলিবৃদ্ধ হোন।
গুলিবিদ্ধরা হলেন, আল মামুন (২৫) মাছুম আহমদ (৩০) আবাদুল আজিজ (৪০) আব্দুর রাজ্জাক (৩০) আব্দুল আলিম (২৫) মিলন আহমদ (২০) মিটি মিয়া (৩০) নরুল আমিন (১৯) সাজুর (১৯) কয়েছ আহমদ (৩৮) ইমন মিয়া (২৩) রাজিব আহমদ (১৮)
আরো আহত হেয়েছেন , আব্দুর রহিম, জিয়া, রুহেল, সুজন, তালেব, তাহের,আকিল আলি, সুজন, ফয়ছল, নরুল ইসলাম।
গুলিবিদ্ধরা সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। সংঘর্ষ চলা অবস্থায় ঘটনাস্থলে স্থানীয় জন প্রতিনিধিরা ও পুলিশ এসে পরিবেশ শান্ত করেন। সংবাদ লেখা পর্যন্ত মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা যায়।