রাঙ্গুনিয়ায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর দাফন করলো পুলিশ ও গাউছিয়া কমিটি
- আপডেট সময় : ১১:৫৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০ ৮২ বার পড়া হয়েছে
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া; চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু বরণকারী সৈয়দা সেলিনা কাদের ডিগ্রী কলেজের শিক্ষক আনোয়ার হোসেনের দাফনের সহায়তা করেন রাঙ্গুনিয়া থানার পুলিশ ও গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে রাঙ্গুনিয়া থানার পুলিশ ও মরিয়ম নগর গাউছিয়া কমিটির সহযোগিতায় কর্মস্থল মরিয়ম নগর পাগলা মামার মাজারস্থ কবরস্থানে দাফন কার্যক্রম সম্পূর্ণ করা হয়।
এ বিষয়ে থানার এসআই ইসমাইল হোসাইন জুয়েল বলেন, ” রাতে মৃত ব্যক্তির আত্মীয় আমাকে ফোন করে সহযোগিতা চাইলে! আমি বিষয়টি থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম স্যারকে অবহিত করি। স্যার আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন”।
নির্দেশ মোতাবেক আমি রাঙ্গুনিয়া গাউছিয়া কমিটির নেতৃবৃন্দের কাছে সহযোগিতা চাইলে! গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় কিছু যুবক সহযোগিতা করতে এগিয়ে আসেন। তাদের সকলের সহযোগিতায় দাফনের কাযক্রম সম্পূর্ণ করা হয়।
প্রসঙ্গত, মাস্টার আনোয়ার হোসেনের বাড়ি রাউজান উপজেলায় হলেও তিনি রাঙ্গুনিয়া পৌর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর পরিবার তাকে রাউজান উপজেলায় নিজ বাড়িতে নিয়ে যায় এবং পারিবারিক কবরস্থানে দাফন করতে চাইলে! এলাকাবাসী নাকি তাকে কবরস্থানে দাফন করতে বাঁধা প্রদান করলে! পরে পরিবার বাধ্য হয়ে কর্মস্থল রাঙ্গুনিয়াতে নিয়ে আসে এবং পুলিশ ও গাউছিয়া কমিটির সহযোগিতায় দাফনের কার্যক্রম সম্পূর্ণ করেন।