বলিউডের নতুন সেনসেশনকে গণধর্ষণের হুমকি
- আপডেট সময় : ১০:৫৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০ ১২৫ বার পড়া হয়েছে
ভারতীয় সিনেমা জগতের জনপ্রিয় কৌতুক অভিনেতা চাঙ্কি পান্ডের ভাতিজী এবং বলিউডের নতুন সেনসেশন অনন্যা পান্ডের চাচাতো আলানা পান্ডে। সম্প্রতি এই সুন্দরী তরুণীকে দেয়া হয়েছে ধর্ষণের হুমকি! সামাজিক যোগাযোগমাধ্যমে বিকিনি পরা ছবি শেয়ার করায় এই হুমকি পেতে হয়েছে তাকে।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্ট্যাটাস শেয়ার করেন আলানা। সেখান তিনি জানান, গত মাসে এক নারী তাঁকে কার্যত হুমকি দেন। তাঁর বিকিনি ছবি দেখে ওই নারী লেখেন, আলানা যে পোশাক পরেছেন, তাতে তাঁর গণধর্ষণ হওয়া উচিত। নিজের সম্পর্কে আচমকা ওই ধরনের মন্তব্য শুনে কার্যত চুপ হয়ে যান আলানা। এমনকি, ওই স্ট্যাটাসে তাঁর বাবা, মাকেও ট্যাগ করা হয়। এরপর আলানা সঙ্গে সঙ্গে ওই নারীর কমেন্ট ডিলিট করে দেন। শুধু তাই নয়, তাঁকে ব্লকও করে দেন আলানা। তবে এই প্রথম নয়, এ আগে বেশ কয়েকবার কিংবা এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের কুকথা বলা হয় তাঁকে। ইনস্টাগ্রামে তাঁর ছবি দেখে কখনও অপমান করা হয় তাঁকে আবার কখনও কটূক্তি করা হয়।