মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত আজ
- আপডেট সময় : ০৯:২৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ১৪০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক; আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় দফায় পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা শেষে আজ তাঁর চিকিৎসায় নতুন সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। সিদ্ধান্ত হতে পারে সিঙ্গাপুর নেয়ার বিষয়েও।
আজ বুধবার রাতে এমনটাই জানিয়েছেন মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া।
তিনি জানান, শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে তাঁর অবস্থা দেখা হবে। তবে পরিবার চাইলে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নিতে পারে।
নাসিমের পরিবারের একটি সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়ার ইচ্ছে আছে তাদের। মেডিকেল বোর্ডের পরামর্শ মেনে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই প্রয়োজনীয় খোঁজ নিতে শুরু করেছেন পরিবারের সদস্যরা।