পাঁচবিবিতে টানা বৃষ্টি কেড়ে নিয়েছে তরমুজ চাষীদের স্বপ্ন
- আপডেট সময় : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০ ৮৫ বার পড়া হয়েছে
মোস্তাকিম হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): আম্ফানের প্রভাবে টানা কয়েক দিনের বৃষ্টি ও ঝড় হওয়ায় জয়পুরহাটে পাঁচবিবিতে তরমুজ চাষীদের স্বপ্ন কেড়ে নিয়েছেন। তরমুজের গাছ ও কুড়িগুলোও শুকে পঁেচ নষ্ট হয়ে গেছে। এখন মরা গাছগুলো জমিতে দেখা যাচ্ছে। এতে কৃষদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। লাভের আশায় প্রায় ১৫ বিঘা জমিতে কৃষকেরা চাষ করে ছিলেন আকারে ছোট খেতে সুস্বাধু বø্যাকবেবী চায়না জাতের তরমুজ। সর্তকতার সাথে পরির্চচা ও কীটনাশক প্রয়োগে অন্য ফসলের তুলনায় এ জাতের তরমুজ চাষে বেশী লাভ বলে জানিয়েছেন কৃষি বিভাগ। কৃষকের এমন লাভের স্বপ্ন কেঁড়ে নিয়েছে আম্ফান ঝড়ে।
পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘোড়াঘাট মহিলা কলেজের শিক্ষক রফিকুল ইসলাম চৌধুরী শাহিন জানান, আমিসহ এলাকার কয়েকজন প্রান্তিক কৃষক প্রায় ১৫ বিঘা জমিতে চায়না জাতের বø্যাকবেবী তরমুজের চাষ করেছিলাম। বীজ রোপনে পলিথিনের বেড, ঝাঁংলার জন্য বাঁশ ও জিআই তার, কীটনাশক ও শ্রমিকের মজুরি মিলে অনেক টাকা খরচ হয়েছে। বিঘা প্রতি খরচ প্রায় ৪০ হাজার টাকা হলেও এক থেকে দেড় লক্ষ টাকার তরমুজ বিক্রয় হতো এমন আশা নিয়েই চাষ করে ছিলেন তরমুজ। বীজ রোপনের ১ মাস পরেই সবুজ পাতায় ভরে যায় ঝাঁংলা।প্রতিটি গাছেও ধরেছিল অসংখ্য তরমুজ। তিনি আরো বলেন, প্রায় ৩০ হাজার তরমুজ নেটের জালে ভরে ঝাঁংলাতে ঝুলিয়ে রাখা হয়েছিল। হঠাৎ আম্ফান ঝড়-বৃষ্টিতে তরমুজের সব গাছ মরে যায় ও তরমুজ গুলি শুকে পঁচে নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, আম্ফানে একটানা কয়েকদিনের বৃষ্টিতে গাছের গোড়ায় পানি জমে গোড়াগুলো পঁচে গাছগুলো মারা যায়। তবে দ্রুত বৃষ্টির পানি নিঃস্কাশনের ব্যবস্থা থাকলে কৃষকের এমন ক্ষতি হতো না বলেও তিনি জানান।