করোনায় হাজার ছাড়ালো মৃতের সংখ্যা
- আপডেট সময় : ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০ ৮৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক; দেশে দ্রুত বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৭৪ হাজার ৮৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন।
বুধবার, রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৬৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ৩ হাজার ১৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জনে। নতুন ৩৭ জন সহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১২। মৃত্যু হওয়া ৩৭ জনের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৫৬৩ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯০০ জনে।