সংবাদ শিরোনাম :
এনএসআইয়ের অভিযানে সরকারি ওষুধ চোর চক্রের আটক ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ৯ জুন মঙ্গলবার শহিদুল্লাহ হল গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সিটি এনএসআই একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল হতে পাচার করা আনুমানিক ২১ হাজার টাকা মুল্যের চোরাই ঔষধ সহ উক্ত ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ নার্স তপন কুমার বিশ্বাস (৪৫), ইনচার্জ জরুরি বিভাগ, আটক করা হয়।
আটক নার্স তপন কুমার বিশ্বাস (৪৫) ও তার সহকারী চোর চক্রটি হাসপাতাল থেকে দীর্ঘদিন যাবৎ সরকারি ঔষধ অবৈধভাবে বাহিরে পাচার করছিল বলে জানা গেছে।
সিটি এনএসআই দীর্ঘদিন যাবৎ উক্ত চক্রটির সন্ধান করছিল। অদ্য গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
উক্ত ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালামকে বিষয়টি অবহিত করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।