মিশা সওদাগর ও জায়েদ খানের উপর খেপেছেন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা
- আপডেট সময় : ১০:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
সকালের সংবাদ বিনোদন এক্সক্লুসিভ: হিরো আলম কে চেনেন না জায়েদ খান ও মিশা সওদাগর বিগত বেশ কিছুদিন ধরেই সোশাল মাধ্যমে এ বিষয়টি নিয়ে আলোচনা বেশ রমরমা। অনেকের মতই বিষয়টি নিয়ে একদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলেন অভিনেত্রী মুক্তি তিনি বলেছেন সকল শিল্পীদের সম্মান দেওয়া উচিত। তার একদিন পরে তার মা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম তার অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী মুক্তির ফেসবুক ওয়ালের মাধ্যমে একটি পোস্ট করে তার অবস্থান স্পষ্ট করেছেন।
পাঠকদের জন্য কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমের বক্তব্য হুবহু তুলে ধরা হলো:
আমি আনোয়ারা বলছি, আপনাদের সবাইকে আমার সালাম ও ভালোবাসা। আমার মেয়ে মুক্তি জায়েদ খান ও হিরো আলমকে নিয়ে তার ফেইসবুকে একটা পোস্ট দিয়েছে। মুক্তি লিখেছে সব শিল্পীকেই সব শিল্পীদের সম্মান দেয়া উচিত। সে ছোট শিল্পী হোক আর বড়। অবশ্যই মুক্তি ঠিক লিখেছে। ওই পোস্টে সবার কমেন্ট আমি পড়েছি। তার মধ্যে একজনের কথা না বলে পারলাম না। তার নাম Kamrunnahar anna. সে চলচ্চিত্রের একজন শিল্পী। এই আন্না ওই পোস্টে লিখেছে, সে আমাদের বাসায় একবার এসেছিল, তখন না কি আমি তাকে বলেছিলাম আন্না তুমি আমাকে সবার সামনে ম্যাডাম বলে ডাকবা। তারপর থেকে নাকি সে আর আমাদের বাসায় আসেনি। আমি আন্নাকে বলতে চাই, তুমি কি জানো না সবাই আমাকে আনুদি বলে ডাকে? হ্যা এফ ডি সি এর সবাই আমাকে আনুদি বলে ডাকে। তা এফ ডি সি এর প্রতিটা শিল্পী কলাকুশলী জানেন। তাহলে তোমাকে একাই ম্যাডাম বলে ডাকতে বলবো কেন? সামনে দেখলে কি ভাবে সম্মান দেখাবা বুঝে উঠতে পারো না, পিছনে মিথ্যা প্রচার করো কার জন্য? এতোটা সাহস তুমি কি করে পেলে? আমি আনোয়ারা যদি একবার উঠে দাঁড়াই তাহলে আমার পাশে দাঁড়াবে আমার দর্শকেরা,আমার ভক্তরা,আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার এফ ডি সি এর সিনিয়র থেকে জুনিয়র শিল্পী কলাকুশলীরা। এমন কি মিশা সওদাগর ও জায়েদও। আর হ্যা আমার মেয়ের শিল্পী হবার নমুনা নিয়ে প্রশ্ন তুলেছে নায়িকা Nahida Ashraf Anna এর স্বামী Sagor Siddique, আমি Shahid Hasan Misha Sawdagar ও Zayed এর কাছে জানতে চাই সে এমন প্রশ্ন তুলার সাহস কি করে পেলো? আবার সে বলেছে কিছু আইডি থেকে তাকে নাকি নোংরা কমেন্ট করছে ,এখানে মুক্তি কেন ওদের কিছু বললো না,আমি বলতে চাই সাগর আর অন্য অপরিচিত লোকদের সাথে খারাপ ভাষায় কথা হচ্ছিলো সেখানে মুক্তি কি বলবে? কোনো শিল্পীর সাথে তার তর্ক বির্তক হলে অবশ্যই মুক্তি তাকে ছেড়ে দিতো না। অনেক কিছুই বলতে চাই কিন্তুু এখন বলবো না ।
সবাই ভালো থাকবেন
সাবধানে থাকবেন ।