উন্নয়ন তহবিলের অর্থায়নে রাঙ্গুনিয়ায় রাস্তা সংষ্কারের কাজ
- আপডেট সময় : ০৯:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০ ৮১ বার পড়া হয়েছে
মুহাম্মদ দেলোয়ার হোসাইন রাঙ্গুনিয়াঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে পোমরা ইউনিয়ন এলাকার সাপলেজা পাড়া ও মধ্যরম পাড়া মধ্যমস্থ ভেঙে যাওয়া ক্রিপারম সড়কের সংষ্কারের কাজ শুরু করেছে পোমরা ইউনিয়ন পরিষদ।
আজ মঙ্গলবার দুপুরে পোমরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবুল ফয়েজ পরিদর্শনকালে এ তথ্য জানান।
তিনি বলেন, এ রাস্তা দিয়ে দৈনিক শতশত মানুষ যাতায়াত করে! আমি অনেকবার এ রাস্তার বরাদ্দের আবেদন করলেও কোন বরাদ্দ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুব উদ্দিন চৌধুরী ও ইউপি সদস্য আবু তাহের মেম্বারের সহযোগিতার উপজেলা উন্নয়ন তহবিলের পক্ষ থেকে প্রায় ২৪০ ফুটের এ রাস্তা সংষ্কারের বরাদ্দ করা হযেছে।
তিনি আরো বলেন,বর্তমান সরকারের ক্ষমতায় আসার পর এ রাস্তার প্রথমে সংষ্কার করা হলেও বিগত দশ বছর পর্যন্ত এ রাস্তার কোন সংষ্কার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে এলাকাবাসী বলেন,এ রাস্তায় দিয়ে সাধারণ জনগণের যাতায়াত খুবই কষ্টকর ছিল! এমনকি বর্ষার মৌসুমে এ রাস্তায় চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়তো বর্তমানে পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য আবু তাহের মেম্বারের সহযোগিতায় সংষ্কারের কাজ হাতে নেওয়ায় এলাকাবাসীর পক্ষে থেকে ধন্যবাদ জানান।