সাহান আরা আবদুল্লাহর মৃত্যুতে যুবলীগ নেতা মিজানের শোক
- আপডেট সময় : ০২:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ৯৬ বার পড়া হয়েছে
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যাদা), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিনী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মা সাহান আরা আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান।
এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, তিনি বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী।
৭ জুন রাত ১১টা ৩০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে জেলা প্রশাসন বরিশাল গভীরভাবে শোকাহত।
মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৮ জুন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে দাফন করা হবে।