টাঙ্গাইলে করোনায় আক্রান্ত আরও ১৭, সখীপুর প্রেসক্লাব লকডাউন
- আপডেট সময় : ০৬:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০ ৫৯ বার পড়া হয়েছে
হাসান সিকদার, টাঙ্গাইল: টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় নতুন করে আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫২ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় পাঁচজন, নাগরপুরে দুইজন, সখীপুরে একজন, কালিহাতীতে একজন, ঘাটাইলে একজন, মধুপুরে তিনজন, ধনবাড়ীতে তিনজন ও গোপালপুর উপজেলায় একজন রয়েছে। রোববার (০৭ জুন) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে জেলার সখীপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতির স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ১৫ দিনের জন্য উপজেলা প্রেসক্লাব লকডাউন করা হয়েছে। সিভিল সার্জন জানান, গত ২ জুন জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করা ২১২টি নমুনা ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে আজ ১৭ জনের নমুনার ফলাফল পজেটিভ থাকার কথা জানানো হয়। নতুন আক্রান্তের মধ্যে ঘাটাইল উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তাও রয়েছেন।