সংবাদ শিরোনাম :
বরগুনায় বজ্রপাতে চতুর্থ শ্রেণীর ছাত্র জুবায়ের নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ৭৪ বার পড়া হয়েছে
মোঃ সালমান: বরগুনা ; বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের রায়ের তবক গ্রামে মো জুবায়ের(১১) নামে একজন স্কুলছাত্র নিহত হয়েছে। বিকেল পাঁচটার সময় বৃষ্টি শুরু হলে তার নানা বেলাল গাজীর সাথে মাঠে গরু আনতে যায়। সে সময় বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হলে বরগুনা সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুবায়ের রায়ের তবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
নিহতের বাবা মো হানিফা এবং মা সাহিদা বেগম ঢাকায় থাকেন। নিহত জুবায়ের তার নানা বেল্লাল গাজীর বাড়িতে থেকে পড়ালেখা করতো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।