নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুলাভাইয়ের
- আপডেট সময় : ০৬:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ৮৯ বার পড়া হয়েছে
বড়াইগ্রাম(প্রতিনিধি) নাটোর: নাটোরে দুলাভাইয়ের সাথে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রিফাত নামে এক স্কুল ছাত্রের। আজ ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।এর আগে গতকাল বিকেলে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় দুলাভাই।শালা -দুলাভাই এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত রিফাত বড়াইগ্রামের নগর ইউনিয়নের ব্রক্ষত্র পার গোপালপুর গ্রামের মোশারফ খাঁনএর ছেলে। ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।
নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান ও স্থানীয়রা জানায়,রিফাত তার দুলাভাই উপজেলার কদমসাথুরি গ্রামের আলহাজ মোঃ রুহুল আমিন ব্যাপারীর ছোট ছেলে নুর মোহাম্মদ দুইজনে মোটরসাইকেল নিয়ে বাজারে এসেছিলো।পরে বিকেলে বাড়ি ফেরার সময় নাটোর সদর উপজেলার আহমদপুর ব্রিজ এলাকায় তাদের মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক।ঘটনাস্থলে দুলাভাই নুর মোহাম্মদ নিহত হয় ও গুরুতর অবস্থা রিফাতকে প্রথমে নাটোর সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ ভোর রাতে রিফাতের মৃত্যু হয়।দুপুরে রিফাতের মরদেহ দাফন সম্পন্ন হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।