সংবাদ শিরোনাম :
পাঁঁচবিবিতে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ৬৬ বার পড়া হয়েছে
মোস্তাকিম হোসেন পাঁঁচবিবি (জয়পুরহাট); জয়পুরহাটের পাঁচবিবিতে ২৪০ বোতল ফেনসিডিলসহ কৃষ্ণ টপ্প্য নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের ধাওয়াইপুর এলাকা থেকে তাকে আটক করেন পুুুুলিশ। আটককৃত মাদক বিক্রেতা উপজেলার রুপাপুর গ্রামের সোমরা টপ্প্যর ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মনছুর রহমান জানান, কৃষ্ণ টপ্প্য দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো। আজ গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি ধাওয়াইপুর এলাকায় ফেনসিডিল বিক্রি হচ্ছে,সেই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
ওসি আরো জানান, কৃষ্ণ টপ্য দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি রাজধানী ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিলো।