অনলাইন ডেস্ক; সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সরকারি বাহিনীর অবস্থানে কয়েকটি রকেট নিক্ষেপ করেছে তুরস্কের সামরিক বাহিনী।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' গতকাল (শনিবার) এক প্রতিবেদনে জানিয়েছে, উরুম আল-কুবরা শহরের সিরিয়ান অবস্থানে তুর্কি সেনারা এসব রকেট নিক্ষেপ করে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। এ শহরে সিরিয়ার সরকারি বাহিনীর শক্ত অবস্থান রয়েছে।
এদিকে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের জাবাল আল-জাভিয়া পার্বত্য এলাকায় উগ্র তাকফিরি সন্ত্রাসীদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। সিরিয়ান অবজারভেটরি বলছে, সংঘর্ষে দুই পক্ষের বহুসংখ্যক মানুষ হতাহত হয়েছে।
এছাড়া, হাসাকা প্রদেশের একটি গ্রামে উগ্র সন্ত্রাসীরা রকেট হামলা চালিয়েছে। তবে, এ হামলার ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায় নি।