সংবাদ শিরোনাম :
বড়াইগ্রামে স্কুল কক্ষে অসামাজিক কার্যকলাপের দ্বায়ে নৈশপ্রহরী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০ ৭৮ বার পড়া হয়েছে
সাইফুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর); নাটোরের বড়াইগ্রামে বিদ্যালয় কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় নারীসহ ফারুক হোসেন (২৬) নামে এক নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনা ঘটে। আটক ফারুক হোসেন চর গোবিন্দপুর গ্রামের জমশের প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নৈশপ্রহরী ফারুক হোসেন বিদ্যালয়ের কক্ষে এক অষ্টাদশী নারীকে নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। এ সময়ে বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারীসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের দুজনকে আটক করা হয়েছে।