পুলিশসহ ৮ জন করোনা শনাক্ত, দৌলতদিয়া ঘাট এলাকা রেডজোন ঘোষণা
- আপডেট সময় : ০৯:১৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০ ৬৫ বার পড়া হয়েছে
রাজবাড়ী প্রতিনিধি;
রাজবাড়ীর গোয়ালন্দে এবার এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ওই পুলিশ সদস্য (২৫) রাজবাড়ী জেলা পুলিশ লাইন থেকে গোয়ালন্দে কর্তব্য পালন করছিলেন। তাকে মঙ্গলবার রাজবাড়ী জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তার সংস্পর্শে থাকা সকল সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মঙ্ললবার এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ। তিনি বলেন, ওই পুলিশ সদস্যের সংস্পর্শে থাকা আরো ১০ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসিফ মাহমুদ আরো জানান, গোয়ালন্দে ৮ জনের মধ্যে শুধু দৌলতদিয়া ঘাট এলাকায় পুলিশসহ ৮ জনই করোনায় আক্রান্ত হওয়ায় দৌলতদিয়া ঘাট সাইনবোর্ড এলাকা থেকে ঘাটের বিআইডব্লিউটিসির বুকিং কাউন্টার পর্যন্ত এলাকাকে গত সোমবার থেকে রেডজোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করা হয়েছে। ওই এলাকায় মানুষের চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার থেকে ওই ১ কিলোমিটার এলাকার বাসিন্দাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হবে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, থানার নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি কর্তব্য পালনে জেলা পুলিশ লাইন থেকেও অতিরিক্ত সদস্য আনা হয়। করোনা পজিটিভ হিসেবে শনাক্ত পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তার সংস্পর্শে থাকা বাকি সদস্যদের দুটি ভাগে গোয়ালন্দ বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু জানান, করোনা সংকট মোকাবেলায় সর্বত্র সচেতনতা চালানো হচ্ছে। দৌলতদিয়া ঘাট এলাকায় রেডজোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এলাকার জনসাধারণকে সতর্কতার সাথে চলাফেরা করতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, এর আগে দৌলতদিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) কর্মরত পাঁচ কর্মী, তাঁদের আবাসিক মেসের সহকারীসহ (বুয়া) স্থানীয় এক কিশোরীর করোনা শনাক্ত হয়। গত ২৩ মার্চ বিআইডব্লিউটিসির আবাসিক মেসের দুই কর্মীর প্রথম নমুনা সংগ্রহ করলে ২৬ মার্চ প্রতিবেদনে প্রথম দুই জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ৩০ এপ্রিল মেসের আরো তিন কর্মীর করোনা পজিটিভ শনাক্ত হয়। বাকি দুই কর্মীর নেগেটিভ এলেও ওই দুইজনকে মেসে লকডাউন করে রাখা হয়। এই নিয়ে গোয়ালন্দে মোট ৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে।