লকডাউন শিথিল হওয়ার পথে সৌদি আরবে
- আপডেট সময় : ১০:১৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ১০৫ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট;
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে সৌদি আরবে জারি করা লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তবে পবিত্র মক্কা নাগরীতে ২৪ ঘণ্টা লকডাউন চলমান থাকবে।
আজ মঙ্গলবার আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, চলমান লকডাউনে প্রতিদিন বিকেল ৩টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল থাকবে। অর্থাৎ এই সময়টুকু মানুষ কারফিউর আওতামুক্ত থাকবেন।
আগামী ৩১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে লকডাউন শিথিল করার সাথে কিছু নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। এগুলোর মধ্যে আছে সামাজিক দূরত্ব মেনে চলা, একসাথে ৫০ জন লোকের জমায়েত নিষিদ্ধ থাকবে, স্বাস্থ্য-নীতি পালন করা।
এছাড়া খুব শিগগির অভ্যন্তরীণ ফ্লাইট চালু এবং দেশের মধ্যে ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এদিকে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য মতে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭৯৫ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ৬৬৬ জন মানুষ। আর মারা গেছেন ৩৯৯ জন।