যুক্তরাষ্ট্রে করোনায় সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড
- আপডেট সময় : ১০:১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ১২৩ বার পড়া হয়েছে
সকালের সংবাদ ডেস্ক;
করোনায় একদিনে ৫০৫ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, যা এখন পর্যন্ত সর্বনিম্ন। দেশটিতে মোট প্রাণহানি প্রায় এক লাখ। আক্রান্ত ছাড়িয়েছে ১৭ লাখ। ব্রাজিলে নতুন ৮০৬ জনসহ মোট মৃত্যু ২৩ হাজারের বেশি। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ।
সারাবিশ্বে একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৬ জনের। মোট আক্রান্ত ৫৫ লাখের বেশি। মৃত্যু ছাড়িয়েছে ৩ লাখ ৪৭ হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ লাখের বেশি মানুষ।
আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় একদিনে আক্রান্ত হয়েছেন ৮ হাজারের বেশি। মোট আক্রান্ত সাড়ে তিন লাখের বেশি। এদিকে করোনার সংক্রমণ কমে আসায় সোমবার থেকে জরুরি অবস্থা তুলে নিয়েছে জাপান। অস্ট্রেলিয়ায় স্কুল খুলে দেয়া হয়েছে।
অন্যদিকে সংক্রমণ বাড়লেও ভারতে শুরু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল। নতুন করে দেশটিতে ১৪৮ জন মারা গেছেন। মোট মৃত্যু ছাড়িয়েছে চার হাজার। আক্রান্ত ১ লাখ ৪৪ হাজারের বেশি।