সংবাদ শিরোনাম :
নীলফামারীতে ছয় র্যাব সদস্যসহ ৮ জন করোনায় আক্রান্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ৭০ বার পড়া হয়েছে
নীলফামারী প্রতিনিধি;
নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় ৬ র্যাব সদস্যসহ ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন আরটিভি অনলাইনকে এর সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিপিআর ল্যাব থেকে পাওয়া ফলাফল অনুযায়ী জেলায় গত ২৪ ঘণ্টায় ৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে নীলফামারী পৌর শহরের সবুজপাড়ায় অবস্থিত র্যাব-১৩ এর সিপিসি-২ ক্যাম্পের ৬ জন, ডোমার উপজেলার ১ নারী ও সৈয়দপুর উপজেলায় ১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জন। সু্স্থ্য হয়ে বাসায় ফিরেছে ২৮ জন। মারা গেছে ২ জন।