মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু
- আপডেট সময় : ১০:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ১৩২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;
মাগুরা সদর উপজেলার চরপুকুরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নিজেদের ইট ভাটার অফিস ভবনের ছাদে পানি সরাতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। সন্ধ্যার পর তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা চরপুকুরিয়া গ্রামের আমিন মোল্লা ছেলে সুমন মোল্লা(৩২) ও রাজ্জাক মোল্লার ছেলে রবিউল হোসেন রয়েল (২৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই।
স্থানীয় নূরে আলম জানান, রবিউল হোসেন রয়েল তার চাচাত ভাই সুমন মোল্লাকে নিয়ে নিজেদের ইট ভাটার ছাদে জমে থাকা বৃষ্টির পানি অপসারণ করতে যায়।এ সময় ছাদের কোন ঘেষে থাকা ছিল বিদ্যুতের ছেড়া সার্ভিস তারে তারা দুইজনই বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সন্ধ্যার পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মিঠুন সাহা বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট ওই দুই যুবকের মৃত্যু হয়েছে।















