চাঁদপুর প্রতিনিধি;
চাঁদপুরে নতুন করে পুলিশ সদস্যসহ ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৪ জন, কচুয়ায়, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে ১ জন করে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জন।
আজ শনিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে পুলিশ সদস্যসহ ৭ জনের করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার ১১৮ জন করোনা রোগীর মধ্যে ৬৬ জনই চাঁদপুর সদর উপজেলার। শুধুমাত্র চাঁদপুর পৌর এলাকার রোগী সংখ্যা ৬০ জন। যা জেলার মোট রোগীর অর্ধেকেরও বেশি।
এদিকে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ১১৮ জনের মধ্যে চাঁদপুর সদরে ৬৬, ফরিদগঞ্জে ১৫, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৭, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৮, শাহরাস্তিতে ৮ ও হাইমচরে ২জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ জন এবং মারা গেছেন ১১ জন।