অনলাইন ডেস্ক;
গাজীপুরে নতুন করে আরও ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭৬১ জন।
আজ শনিবার সিভিল সার্জন মো. খাইরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান দিন দিন গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে বেশির ভাগই পোশাক শ্রমিক। অবশ্য তাদের মধ্যে উপসর্গ কম দেখা যাচ্ছে।
গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদরে ৩৩ জন, কালিয়াকৈর উপজেলায় ১০ জন রয়েছেন।
এছাড়াও এ পর্যন্ত ৭৬১ জন করোনা আক্রান্তের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৮০ জন, কালীগঞ্জে ১১১, কাপাসিয়াতে ৮৩, শ্রীপুর উপজেলায় ৩৬, গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ৪৫১ জন রয়েছেন। আর মারা গেছেন ৩ জন এবং সুস্থ হয়েছেন ২২২ জন।