সংবাদ শিরোনাম :
পাকিস্তানের করাচিতে প্লেন বিধ্বস্তে নিহত ৯৭
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ১১১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক; পাকিস্তানের করাচিতে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইটটি লাহোর থেকে যাত্রী ও ক্রু মিলে ৯৯ আরোহী নিয়ে করাচি যাচ্ছিল।
স্থানীয় সংবাদমাধ্যম ডন বলছে, সিন্ধুর স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ফ্লাইটের দুজন বেঁচে গেছেন। তাদের সঙ্গে আলোচনায় বিস্তারিত বেরিয়ে আসতে পারে।
পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ বলেছেন, এ-৩২০ এয়ারবাস ৯১ জন যাত্রী এবং আটজন ক্রু নিয়ে লাহোর থেকে করাচিতে ‘পিকে-৮৩০৩’ ফ্লাইট পরিচালনা করছিল। করাচিতে তিনবার চেষ্টা করেও ফ্লাইটটি জিন্নাহর রানওয়ে ধরতে পারেনি। পরে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।