বেকারদের গ্রামে কর্মসংস্থান করতে ৭ হাজার কোটি টাকার প্রকল্প
- আপডেট সময় : ১১:২১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ১২০ বার পড়া হয়েছে
অনলাইন রিপোর্ট;
করোনাভাইরাস পরিস্থিতির কারণে শহরে যারা কর্মহীন হয়ে গ্রামে ফিরেছেন তাদের জন্য গ্রামেই কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ৭ হাজার কোটি টাকা ব্যয়ে ‘আত্মকর্মংস্থান সৃষ্টি ও দরিদ্র হ্রাসকরণ প্রকল্প’ শুরু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ‘লেটস টক অন পোস্ট কোভিড-১৯ ইয়ুথ ডেভেলপমেন্ট’ শীর্ষক এক অনলাইন আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে যাবে। তারা গ্রামে ফিরে যাবে। তারা যেন আর শহরমুখী না হয় সেজন্য আমরা ‘আত্মকর্মংস্থান সৃষ্টি ও দরিদ্র হ্রাসকরণ প্রকল্প’হাতে নিয়েছি। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭ হাজার কোটি টাকা। যার মাধ্যমে ১২ লাখ যুবককে ‘আত্মকর্মী’ হিসেবে তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
তিনি বলেন, কৃষি, পোল্ট্রি, ডেইরি, মৎস্য খাত এবং আইসিটি রিলেটেড বিষয় থাকবে এ প্রকল্পে। তবে যে এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন হবে ওই এলাকার তরুণরা কী চায় বা তাদের কী প্রয়োজন সেই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি। তাদের মতামতের ভিত্তিতে দাঁড় করাব এ প্রকল্প। তারা যেন হতাশ না হয়ে নিজেরাই কর্মসংস্থান তৈরি করে এবং অন্যদের চাকরির সুযোগ দিতে পারেন সেটিই এ প্রকল্পের উদ্দেশ্য।