ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঘুমের ঘোরে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর: পাহাড় কাটছে প্রভাবশালীরা Logo রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সাবেক ডিআইজি হাবিব? Logo বিপুর লুটেরা সহযোগী ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি গাউছ মহিউদ্দিন বহাল পিজিসিবিতে! Logo আর্থিক খাতে লুটপাটের মাস্টারমাইন্ড: কে এই প্রতারক ক্যাপ্টেন মোয়াজ্জেম? Logo নিবন্ধন অধিদপ্তরের দুর্নীতির সম্রাট সালাম আজাদ! Logo ইন্সপেক্টর রেজায়ে রাব্বীর বিষয়ে বিভ্রান্তি নিরসনে ফায়ার সার্ভিসের বক্তব্য Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লাটিম ঘুরাচ্ছেন ৬ ‘কুতুব’ Logo ওয়াসা প্রকৌশলী ফকরুলের আমলনামা: অবৈধ সম্পদের সাম্রাজ্য Logo আশা ইউনিভার্সিটির আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত Logo চাঁদার টাকা না পেয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা




চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ৬৯ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি;

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান ভুট্টোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের কুমারডুগী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজিজ কুমারডুগী এলাকার মৃত নুরুল আমিন খানের ছেলে। তার লাশ ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, নিহত আজিজ সোমবার রাতে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কুমারডুগী বিলকিস সুলতানা একাডেমির সামনে আসলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রসহ তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে কী কারণে তার ওপর এই হামলা, তা উৎঘাটনে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে বলে চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তদন্ত করছি। আশা করছি সহসাই এর রহস্য বের হবে।’

এদিকে স্থানীয়রা জানান, নিহত আজিজুর রহমান একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন। পরে তিনি স্থানীয় কুমারডুগী বাজারে সারের ব্যবসা শুরু করেন। তবে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। হয়তো বা সে কারণেও কেউ তাকে খুন করতে পারে।

নিহতের স্ত্রী রিনা বেগম পারিবারিক দ্বন্দ্বের কথা স্বীকার করে বলেন, ‘আমার বিয়ের পর থেকেই আমি দেখছি সম্পত্তি নিয়ে তাদের এ বিরোধ। এ ছাড়া আমার স্বামীর সাথে কারও কোনো খারাপ সম্পর্ক ছিল না।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০

চাঁদপুর প্রতিনিধি;

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান ভুট্টোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের কুমারডুগী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজিজ কুমারডুগী এলাকার মৃত নুরুল আমিন খানের ছেলে। তার লাশ ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, নিহত আজিজ সোমবার রাতে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কুমারডুগী বিলকিস সুলতানা একাডেমির সামনে আসলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রসহ তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে কী কারণে তার ওপর এই হামলা, তা উৎঘাটনে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে বলে চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তদন্ত করছি। আশা করছি সহসাই এর রহস্য বের হবে।’

এদিকে স্থানীয়রা জানান, নিহত আজিজুর রহমান একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন। পরে তিনি স্থানীয় কুমারডুগী বাজারে সারের ব্যবসা শুরু করেন। তবে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। হয়তো বা সে কারণেও কেউ তাকে খুন করতে পারে।

নিহতের স্ত্রী রিনা বেগম পারিবারিক দ্বন্দ্বের কথা স্বীকার করে বলেন, ‘আমার বিয়ের পর থেকেই আমি দেখছি সম্পত্তি নিয়ে তাদের এ বিরোধ। এ ছাড়া আমার স্বামীর সাথে কারও কোনো খারাপ সম্পর্ক ছিল না।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।