ঘূর্ণিঝড় আম্পান: ভোলায় চরবাসীদের সরিয়ে আনা হচ্ছে
- আপডেট সময় : ০৮:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ৭২ বার পড়া হয়েছে
ভোলা প্রতিনিধি; ভোলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে মেঘনা ও সাগর মোহনা। মঙ্গলবার সকালে মেঘ ও গুড়ি বৃষ্টি শুরু হলে নদী পাড় এলাকায় বাতাসের বেগ বেড়ে যায়।
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢাল চর থেকে ১০ হাজার মানুষকে মূল ভূখণ্ড মানিকা এলাকায় নিয়ে আসা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, তিনটি ট্রলার যোগে বেশ কিছু মানুষকে নিয়ে আসা হলেও অনেকে আসতে চাননি। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন চাপ সৃষ্টি করেন। একইভাবে জেলার ২১টি চর থেকে আগেভাগেই মানুষদের সরিয়ে আনার ব্যবস্থা করা হয় বলে জানান জেলা প্রশাসক।
ভোর থেকেই নদী ও গভীর সাগর থেকে পারে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। ১০ হাজার ২০০ সিপিপি ও রেডক্রিসেন্ট কর্মীরা নদী পাড়সহ গ্রামে গ্রামে মাইকিং করে সর্তক করছেন।
অপরদিকে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটে ফেরি চলাচল বন্ধ করেছে দিয়েছে বিআইডব্লিউটিএ ও টিসি কর্তৃপক্ষ। গতকাল বিকেলে ভোলা-লক্ষ্মীপুর রুটে ৩টিতে ৬০টি যানবাহন পার হতে পারলেও দু’পাড়ে আটকা পড়েছে ৩ শতাধিক মালবাহী ট্রাক। ঢাকা চট্টগ্রামগামী অনেক যাত্রীকে ইলিশা ঘাটে বসে থাকতে দেখা যায়।