মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৭জন করোনায় আক্রান্ত
- আপডেট সময় : ০৬:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ৬৮ বার পড়া হয়েছে
এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জঃ মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় ৩ স্বাস্থ্যকর্মীসহ আরও ৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫৬ জন। আজ (মঙ্গলবার) বিকেলে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ৭জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ১জন নারী পরিবার কল্যাণ পরিদর্শক, ঘিওর উপজেলার একজন স্বাস্থ্য পরিদর্শকসহ ২ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন ওয়ার্ড বয়সহ ৩জন এবং হরিরামপুর উপজেলার রয়েছেন ১জন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত সবার বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারের প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৬০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ৭ জনের করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট ১৪৯৯ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৪২৯ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। মোট আক্রান্ত ৫৬ জনের মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন এবং অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।