নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ভাংচুর

- আপডেট সময় : ০৫:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ১১৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদদাতা;
নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুরে ফকির নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা আজ মঙ্গলবার চলতি মাসের পুরো বেতন ও বোনাসের দাবিতে কারখানা ও কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।
শ্রমিকরা জানান, গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের বেতন ও বোনাস অর্ধেক পরিশোধ করায় তারা সড়ক অবরোধ করেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুরো মাসের বেতন দেয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা শান্ত হয়।
গার্মেন্ট কর্তৃপক্ষ দাবি করেন, তাদের কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে।
বিকেএমইএ’র প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম জানান, এ বেতন ভাতা পরিশোধের জন্য এ কারখানার সুনাম রয়েছে। তাদের কাছে শ্রমিকদের কোনও বকেয়া পাওনা নেই। করোনার পরিস্থিতিতেও তাদের বেতন ভাতা পরিশোধ। আজ শ্রমিকদের কেউ ভুল বুঝিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করেছে। শ্রমিকরা ভাংচুর করে চলতি মাসের বেতন পরিশোধের যে প্রতিশ্রুতি আদায় করলো তা কোনও ভালো লক্ষণ নয় বলে মন্তব্য করেন তিনি।