জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলোনা আসাদের!
- আপডেট সময় : ০৪:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ৯২ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগর গ্রামে আসাদ(২৮) নামে এক যুবক ট্রাক চাপায় নিহত হয়েছে।
বাড়ি ফেরা হলোনা আসাদের ঘাতক ট্রাক কেরে নিল প্রান। দীর্ঘ ৪৫ দিন জেল হাজতে থাকার পর গত ১৮ মে মৃত ব্যক্তি সহ ১৬ জন জামিন হয়। জামিন পেয়ে খুশিতে বাড়ি যাওয়ার জন্য ভাড়া নেয় সিএনজি মৃতব্যক্তি সহ ৫ জন ঐদিন প্রতিপক্ষের ১৫ জনের জামিন হয়।
কিন্তু তাদের দলনেতা আক্তারের জামিন হয় নাই প্রতিপক্ষের আরও ১৫ জন সোন এরেস্ট থাকায় জেল থেকে বের হতে পারে নাই আসাদ সহ ১৬ জনের মধ্যে জামিন হয় ৯ জনের প্রতিপক্ষের লোকজন জামিন হওয়ার সংবাদ পাইয়া তাদের দলনেতা জুনাব আলী সহ ১০/১২ জন লোক একটি ট্রাক ভাড়া নিয়ে জামিনে মুক্ত আাসাদ মিয়া সহ ৫ জনকে ফলো করে প্রতিপক্ষের লোকজন।
ঐদিন অনুমান রাত ১০ টায় তাদের সিএনজি অটোরিকশা বনবিভাগের সামনে পৌঁছলে প্রতিপক্ষের লোকজন ট্রাক দিয়ে তাদের সিএনজিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আসাদ মিয়ার মৃত্যু হয়। সদর থানার পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং গুরুতর আহত আরব আলী ও মুছন মিয়াকে ঢাকায় পাঠানো হয়।
নিহত আাসাদ মিয়ার আত্মীয় মোতাহার জানান পুর্ব শতরোতার জের ধরে আসাদ মিয়াকে ট্রাক চাপায় হত্যা করা হয়েছে।নিহত আসাদ মিয়া আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগর গ্রামের মৃত আরজ উল্লার পুএ এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।