সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধকোটি, মৃত্যু ৩ লাখ ২০ হাজার ছাড়িয়ে
- আপডেট সময় : ০৯:৪০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ১১০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক; বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ৪৯ লাখ। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ২০ হাজার ১৩০ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৯১ হাজার ৪২৯ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ০৭ হাজার ৪২৩ জন।
বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার চেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৯১ হাজার ৯৮১ জন। আর আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ২৯৪ জন। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ হাজার ৭৯৬ জন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪০৬ জন।
এরপর আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় রয়েছে রাশিয়া। যদিও দেশটি প্রথমদিকে করোনা প্রতিহত করে উদাহরণ সৃষ্টি করেছিল, কিন্তু হঠাৎ করেই করোনা ছড়িয়ে পরে। মঙ্গলবার সকাল পর্যন্ত রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯০ হাজার ৬৭৮ জন। তবে মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কম, ২ হাজার ৭২২ জন।
করোনায় মৃত্যুর দিক দিয়ে যুক্তরাজ্যের পরের অবস্থানে আছে ইতালি। এখন পর্যন্ত ইতালিতে মারা গেছেন ৩২ হাজার ০৭ জন। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৮৮৬ জন। মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে মারা গেছে ২৮ হাজার ২৩৯ জন ও আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ৭২৯ জন।
এছাড়া ইউরোপের আরেক দেশ স্পেনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭০৯ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৮ হাজার ১৮৮ জন।