রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ বিল দিতে মানুষের উপছে পড়া ভিড়!
- আপডেট সময় : ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ৬১ বার পড়া হয়েছে
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া;
করোনার ঝুঁকির মধ্যে, স্বাস্থ্য বিধি না মেনে মানুষকে উপছে পড়া ভিড়ের মধ্যে রেখে বিদ্যুৎ বিল আদায় করছে রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।
আজ সোমবার সকাল থেকে পোমরা ইউনিয়ন পরিষদস্থ ঠাসাঠাসি করে গ্রাহক থেকে বিদ্যুৎ বিল আদায় করার দৃশ্য দেখা যায়।
সরেজমিনে সাধারণ জনগণ জানান, গতকাল রোববার বিকালে বিদ্যুৎ বিল আদায় করবে বলে মাইকিং ঘোষণা করেন পল্লী বিদ্যুৎ অফিস। তারা ঘোষণা দিয়ে সুনির্দিষ্ট কোন পদক্ষেপ গ্রহণ করেনি। স্বাস্থ্য বিধিসহ সরকারের কোন নির্দেশনাকে অমান্য করে জনগণকে করোনার ঝুঁকির মধ্যে রেখে বিল আদায় করছে অফিস।
তারা আরো বলেন, সকলে এসে দেখি! ঠাসাঠাসি অবস্থা। প্রায় একহাজার গ্রাহকের বিদ্যুৎ বিল নেয়ার জন্য মাত্র দুই থেকে তিনজনকে দায়িত্ব দেওয়া হযেছে! যা একদম নগন্য।
বিদ্যুৎ অফিসের কর্মরর্ত ব্যক্তিদের কাছে স্বাস্থ্যবিধি সহ সরকারের নির্দেশনা মেনে গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ বিল গ্রহন করার জন্য অনুরোধ করলেো ! তা সম্ভব হয়নি।
গ্রাহদেরকে করোনার ঝুঁকির মধ্যে রেখে স্বাস্থ্যবিধিসহ সরকারের নির্দেশনা গ্রহণ করার ব্যাপারে ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে! তিনি বলেন, আমি নিজেও জানি না! এবং আমার থেকে কোন অনুমতি গ্রহণ করেননি।