বড়াইগ্রামে কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৩:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ৭৬ বার পড়া হয়েছে
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়া্ইগ্রামে দরিদ্র, অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। (১৭ মে) বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়ন এবং ৬ নং গোপালপুর ইউনিয়নের মোট ৪৫০ টি পরিবারের মধ্যে ইদ সামগ্রী প্রদান করা হয়। স্ব স্ব ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গোল বৃত্ত এঁকে সামাজিক দুরত্ব বজায় রেখে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ৪৫০ জন গরীব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে চিনি, সেমাই এবং একটি করে সাবান বিতরণ করা হয়।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস কর্মহীন মানুষদের মাঝে এসব সামগ্রী তুলে দেন। উদ্বোধনী আলোচনায় এম পি বলেন, আমি গবীর ও দুস্থ মানুষের সাথে ইদের আনন্দ সমান ভাগে ভাগ নিতে চায়। তিনি মহামারীর এই দূর্যোগ মূহুর্তে সব সময় সুবিধা বঞ্চিত মানুষ গুলোর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি অধ্যাপক কোহেলী কুদ্দুস মুক্তি, জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তোজাম্মেল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অাব্দুস সোবাহান হারেছ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেনসহ ইউপি সদস্যরা ।