সংবাদ শিরোনাম :
বড়াইগ্রামে মহাসড়কে ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ৭৪ বার পড়া হয়েছে
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোর-ঢাকা মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের লাথুরিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ধানবাহী ট্রলির চালক ঘটনাস্থলে নিহত ও একজন ধান ব্যবসায়ী আহত হয়েছেন।
নিহত ট্রলি চালকের নাম সেলিম হোসেন (৩৫) ও আহতের নাম শরীফুল ইসলাম (৫০)। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কে বিকল হয়ে পড়ে ট্রলিটি।
এসময় মেরামতকালে পেছন দিক থেকে ট্রলিটিকে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত সেলিম উপজেলার মাড়িয়া দ্বীপপাড়া এলাকার আব্দুর রহমান সবুলের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা ঘটিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটি চিহ্নিত করে আটক করার চেষ্টা চালানো হচ্ছে।