এবার মার্কিন কোম্পানির করোনা প্রতিষেধক আবিষ্কারের দাবি
- আপডেট সময় : ০৪:৫৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ১০৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক : করোনা পরিস্থিতিতে বিশ্ববাসীর জন্য সুখবর নিয়ে এলো মার্কিন বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি সোরেন্টো থেরাপিউটিকস।
প্রতিষ্ঠানটির দাবি করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করেছেন তারা, যেটি শতভাগ কার্যকর। স্যান ডিয়াগো ভিত্তিক কোম্পানিটি বলছে, এই অ্যান্টিবডি রোগীকে মাত্র চারদিনেই করোনামুক্ত করবে। যেটি নিয়ে প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের পর সোরেন্টো থেরোপিউটিকস পরবর্তী কার্যক্রম এগোচ্ছে। সংক্রমণজনিত রোগের চিকিৎসায় বহু বছর আগে থেকেই ব্যবহৃত হচ্ছে এন্টিবডি।
সোরেন্টোর প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, এই এন্টিবডি মানবদেহে থাকা করোনাভাইরাসকে ঘিরে ধরবে এবং শরীর থেকে বের করে দেবে। সংশ্লিষ্টদের ধারণা, টিকা আবিষ্কারের আগেই এই পদ্ধতিতে করোনা রোগী সম্পূর্ণ সুস্থ করে তোলা যাবে। সুস্থ ব্যাক্তির শরীরেও যদি এটি দেয়া হয়, তবে তাকে সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে না।