অনলাইন ডেস্ক;
পটুয়াখালীতে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের জেরে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৫ই মে) বিকালে সদর উপজেলার কালিকাপুর ও আউলিয়াপুর ইউনিয়নের সংযোগস্থল মুচিরপুল এলাকায় ক্রিকেট খেলা নিয়ে প্রতিবন্ধী জুয়েলকে মারধর করে স্থানীয় কয়েক যুবক। এ ঘটনার প্রতিবাদ করায় তার বড় ভাই রুবেলকে রান্না করার লাকড়ি দিয়ে পিটিয়ে আহত করে অভিযুক্ত যুবকরা। পরে রুবেলকে আহত অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আখতার মোর্শেদ।