জয়পুরহাটে ৩ ট্রাক সরকারি গম জব্দ
- আপডেট সময় : ০৯:২১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০ ৬৭ বার পড়া হয়েছে
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের পাইলট উচ্চবিদ্যালয় এলাকা থেকে ৫০ মেট্রিক টন সরকারি গম জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৩ ট্রাক ভর্তি এই বিপুল পরিমাণ গম পরিত্যক্ত অবস্থায় জব্দ করে র্যাব ও পুলিশ।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সরকারি সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ গম পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে র্যাব ও পুলিশ সদস্যরা আক্কেলপুর পৌর শহরের পাইলট উচ্চবিদ্যালয়ের পাশ থেকে মালিক বিহীন অবস্থায় ওই বিপুল পরিমাণ গম আটক করা হয়।
একই উপজেলার হাস্তা-বসন্তপুর বিল এলাকায় আশ্রয়ণ প্রকল্পের কাজ গত দুইমাস আগেই সম্পন্ন হয়। কিন্তু সেই প্রকল্পের বরাদ্দকৃত গমগুলো রহস্যজনক কারণে দু’মাস পর আজ ছুটির দিন শুক্রবার দুপুরে আক্কেলপুর খাদ্য গুদাম থেকে ট্রাক ভর্তি করা হয়। ওই গমগুলো আত্মসাৎ করতে এমন প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে র্যাব-পুলিশের যৌথ টিম প্রাথমিকভাবে ধারণা করছে।
আক্কেলপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, ‘ওই প্রকল্পের সভাপতি আবুল কালাম আজাদ প্রকল্পের জন্য বরাদ্দ করা গম সরবরাহ করার জন্য সরকারি আদেশপত্র (ডিও লেটার) দেখিয়ে খাদ্য গুদাম থেকে গমগুলো উত্তোলন করে ট্রাক ভর্তি করেন। এর বাইরে অন্য কিছু আমার জানার কথা নয়। ’
প্রকল্প সভাপতি আবুল কালাম আজাদের দেখা পাওয়া না গেলে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আক্কেলপুর থানায় র্যাবের পক্ষ থেকে মামলা করাসহ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।