হোমনায় এক হাজার দরিদ্র মানুষকে ছাত্রলীগ নেতা পলাশের ইফতার
- আপডেট সময় : ০৩:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০ ৬১ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ
চলতি রোজায় এক হাজার খেটে খাওয়া মানুষকে ইফতার করানোর উদ্যোগ নিয়েছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হোমনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ। এ উদ্দেশ্যে গত এক সপ্তাহ যাবত প্রতিদিন বিকেলবেলা উপজেলার বিভিন্ন সড়কে খেটে খাওয়া মানুষকে ইফতার বিতরণ করে আসছেন তিনি। ছাত্রলীগ নেতা পলাশ জানান, নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ নিয়েছেন তিনি যা চলবে পুরো রমজান মাস জুড়ে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধ্যায় ঝড় বৃষ্টি উপেক্ষা করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশের উদ্যোগে উপজেলার দুলালপুর-রামকৃষ্ণপুর সড়কে ৭০ জন খেটে খাওয়া মানুষকে ইফতার বিতরণ করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। পুরো রমজান মাস জুড়েই এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক।
পলাশ জানান,হোমনা-তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির নির্দেশনা ও পরামর্শে তিনি এমন উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন বিভিন্ন সড়কে খেটে খাওয়া মানুষ বিশেষ করে দিনমজুর, রিকশা ও অটোচালকদের কাছে ইফতার পৌছে দেওয়া হচ্ছে। এভাবে ঈদ পর্যন্ত এক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।