মেহেরপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
- আপডেট সময় : ০৯:১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
মেহেরপুরের স্থানীয় পত্রিকা ‘মেহেরপুর প্রতিদিন’ এর সম্পাদকসহ তিনজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদী হয়ে গতকাল বুধবার রাতে গাংনী থানায় মামলাটি দায়ের করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, মেহেরপুরের স্থানীয় পত্রিকা দৈনিক মেহেরপুর প্রতিদিন এর সম্পাদক কালের কণ্ঠের মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন, প্রকাশক এ এস এম ইমন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহাবুল ইসলাম জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেয়া হবে।
পত্রিকার সম্পাদক ইয়াদুল মোমিন বলেন, মামলার বিষয়টি তিনি শুনেছেন। প্রকাশিত সংবাদের স্বপক্ষে সব তথ্য উপাত্ত আমাদের কাছে রয়েছে। মামলাটি আইনগতভাবেই মোকাবিলা করা হবে।