সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড়ের কবলে বাংলাদেশ!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ৭৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া প্রবল নিম্নচাপ শনিবার (১৫ মে) নাগাদ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। আগামী রোববার অথবা সোমবার নাগাদ তা আছড়ে পড়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা পরিস্থিতির উপরে নজর রাখছে।
নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর তা ঠিক কোথায় আছড়ে পড়বে, এখনও স্পষ্ট নয়। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। এরপরে তা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ অথবা মায়ানমারের দিকেও ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।