রাজধানীতে ঠিকাদারকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ১১:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ৬৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক; খিলগাঁও থানাধীন মাদানী ঝিলপাড় এলাকায় ইট-বালু সাপ্লাইয়ারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ মে) রাত পৌনে ৯টায় ঘটনাটি ঘটে। নিহতের নাম আবুল বাশার তালুকদার (৩২)।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, মাদানীঝিল এলাকায় সাইফুল গ্রুপের জাহিদুলসহ প্রায় ৫/৭ জন পূর্ব শুক্রতার জের ধরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তিনি ওই এলাকায় ইট-বালু সাপ্লাইয়ের কাজ করতেন। মাদারীপুর সদর উপজেলার ফোয়াজপুর গ্রামের মৃত মাজেন তালুকদারের ছেলে। বর্তমানে খিলগাঁওয়ের ৪১৫/১ উত্তর গোড়ান নবীনবাগ এলাকায় থাকতেন।