করোনা সঙ্কটের মধ্যেই শুরু হচ্ছে জার্মান বুন্দেসলিগা
- আপডেট সময় : ০১:১৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক : জার্মান বুনডেসলিগা শুরু হতে আর মোটে দুই দিন বাকি। লিগ পুনরায় চালু হবার আগে মঙ্গলবার একসাথে অনুশীলন করেছে পুরো বায়ার্ন মিউনিখ দল। ইপিএলে ১৮ তারিখ থেকে শুরু হবে অনুশীলন। ক্লাবগুলোকে পাঠানো হয়েছে সেই সংক্রান্ত নির্দেশনা।এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ান শেষ না হওয়ায় অবনমিত হয়ে যাওয়া আমিয়ে কর্তৃপক্ষের বিপক্ষে শুরু করেছে লিগ্যাল অ্যাকশন।
একসাথে অনুশীলনে পুরো বায়ার্ন দল। করোনায় প্রায় দুই মাস বন্ধ ছিল ফুটবল। সবার আগে মাঠে গড়াচ্ছে জার্মান বুনদেসলিগা। শুরু ১৬ তারিখ। এতদিন অনুশীলন চলছে আলাদা আলাদা ভাবে। তবে, খেলাটা যখন ফুটবল তখন স্কিলের ঝালাই কি আর একসাথে না হলে চলে? লিগ শুরুর দিন তিনেক আগে থেকে তাই গোটা দল নিয়ে অনুশীলন করেছে বায়ার্ন।
ষোল তারিখ বুনদেসলিগায় আছে ৬ ম্যাচ। তবে, বায়ার্ন খেলবে পরের দিন। ডর্টমুন্ডের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থাকা বাভারিয়ানদের প্রতিপক্ষ মিড টেবিলের দল ইউনিয়ন বার্লিন।
ইপিএলে এখনও অনুশীলন বন্ধ। ক্লাবপাড়া তাই শুনশান। তবে, গুমট ভাব কাটছে শীঘ্রই। মঙ্গলবার সব ক্লাবকে পাঠানো হয়েছে অনুশীলন শুরুর নির্দেশনা। কর্তৃপক্ষ জানিয়েছেন ১৮ই মে থেকে চালু করা যাবে ট্রেইনিং। তবে, পাচজনের বেশি খেলোয়াড় একসাথে থাকা যাবে না। সবধরণের ট্যাকল অনুশীলনে নিষিদ্ধ। এছাড়া প্রতি সেশন পর পর কর্নার স্পট, গোলপোস্ট সহ পুরো মাঠ করতে হবে ডিজইনফেক্ট।
ইউরোপে শীর্ষ পাচ লিগের চারটাই শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যতিক্রম ফ্রেঞ্চ লিগ ওয়ান। সরকারের নির্দেশ মেনে যতি টানা হয়েছে চলতি মৌসুমের। পিএসজিকে ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন। তবে, বাধ সেধেছে অবনমিত হওয়া আমিয়ে। প্রথমে দাবি জানিয়েছে যেহেতু মৌসুম পুরো শেষ হয় নি, সে কারণেই তাদের অবনমন করা ঠিক না। প্রস্তাব দিয়েছে, দল বাড়িয়ে লিগ যেনো করা হয় ২২ ক্লাব নিয়ে। উত্তর না পাওয়ায় এবার লিগ্যাল অ্যাকশন শুরু করেছে আমিয়ে।