কালাম মৃধা, (পটুয়াখালী) প্রতিনিধি;
পটুয়াখালীর বাউফলের কেশাবপুর ইউনিয়ন যুবলীগের শীর্ষ নেতার সাথে এক বিবাহিত নারী বেশ কয়কটি আপত্তিকর ছবি ফাঁস হয়েছে। ছবি গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে ভাইরাল হয়েছে।ওই নারীর দুই সন্তানের মা। অপরদিকে ওই যুবলীগ নেতা অবিবাহিত বলে জানা যায়।
ওই নারীর স্বামীর বাড়ি উপজেলার অপর একটি ইউনিয়নে।বরিশালের কোন এক আবাসিক হোটেলে অন্তরংগ মুহূর্তে ছবি গুলো তোলা হয়েছে। ওই যুবলীগ নেতার তার মোবাইল ফোন থেকে নিজেই সেলফি তুলেছেন। ছবিতে ওই নারী ও যুবলীগ নেতা আপত্তিকর অবস্থায় ছিলেন।
তাদের শরীরের কোন বস্ত্র ছিলনা। এছাড়াও ওই যুবলীগ নেতার বিরুদ্বে স্থানীয়দের ব্যাপক অভিযোগ রয়েছে। একই পরিবারের দুই বোনের সাথে তার অনৈতিক সর্ম্পকের বিষয়টি এলাকায় ওপেন সিক্রেট একাধিক হিন্দু নারীদের সাথেও রয়েছে তার অনৈতিক সম্পর্ক।
ভয় ভীতি ও নানা প্রলোভন দেখিয়ে ওই যুবলীগ নেতা নারীদের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে ভোগ করেন। তার এই অনৈতিক কর্মকান্ডের কারণে আওয়ামী লীগের ভাবমূর্তী বিনষ্ট হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা তার এই অনৈতিক কর্মকান্ড অবহিত থাকলেও কোন ব্যবস্থা নিচ্ছেননা।
নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামী লীগ নেতা সকালের সংবাদকে জানান, ওই যুবলীগ নেতার নারী ঘটিত বিষয়ে শুধু দলের মধ্যে নয় গোটা বাউফলের মানুষ জানে। স্থানীয় নেতাকর্মীরা ওই যুবলীগ নেতাকে দল থেকে বহিস্কার করার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপিকে অনুরোধ জানিয়েছেন।