হোমনায় তৃতীয় দিনের মতো খন্দকার তাজুল ইসলামের ত্রাণ বিতরণ
- আপডেট সময় : ০৭:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ৬৫ বার পড়া হয়েছে
মোহাম্মদ ওয়ালীউল্লাহঃ কুমিল্লার হোমনায় আজ তৃতীয় দফায় প্রায় সাড়ে তিনশ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলার চান্দেরচর ইউনিয়নের ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা খন্দকার তাজুল ইসলাম। এনিয়ে গত তিনদিনে ইউনিয়নের প্রায় ১২০০ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।
আজ সকালে চান্দেরচর সিনিয়র মাদ্রাসায় আজকের কার্যক্রম শুরু হয়। সেখানে ৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এসময় তার সাথে উপস্থিত ছিলেন,হোমনা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীনা আমির, নিলখী ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি খন্দকার হান্নান,হোমনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ,হোমনা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মফিজুল ইসলাম খলিফা,রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বাছির মোল্লা, বর্তমান সভাপতি শুভ রাজ,চান্দেরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন খন্দকার ও ইউনিয়ন যুবলীগ নেতা রায়হান খন্দকার।
এসময় খন্দকার তাজুল ইসলাম জানান, উপজেলায় করোনা ভাইরাস মোকাবিলায় স্থানীয় সংসদ সেলিমা আহমাদ মেরির নির্দেশনায় তিনি নিজস্ব অর্থায়নে সাধারণ মানুষের কাছে এসব খাদ্যসামগ্রী বিতরণ। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
চান্দেরচরের পর আরো কয়েকটি স্পটে খাদ্যসামগ্রী বিতরণ করে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে গত রোববার ইউনিয়ন ব্যাপী এই খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়।