ইতালিতে করোনার আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশী যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে
তুহিন মাহামুদ ইউরোপ ব্যুরোঃ করোনা বিষাক্ত ছোঁবলে ইতালিতে আরও একজন বাংলাদেশীর প্রাণ গেলো।আজ মঙ্গলবার১২/০৫/২০ ইতালি মিলান শহরে মানজাগাল্লি হাসপাতালে লোকমান হাওলাদার নামে এক বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)!মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৩০বছর। তাঁর দেশের বাড়ি মাদারীপুর জেলা সদর, কালিকাপুর ইউনিয়ন,পূর্ব চরনোচনা গ্রামে।তাঁর বাবার নাম কালাচান হাওলাদার। দেশে তাঁর স্ত্রী ও একটি সন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
যদিও মরহুমের রেসিডেন্স ইতালির নাপোলি শহরে।
এ ব্যাপারে মিলান কমিউনিটি নেতা আকরাম হোসেনে র সাথে আলাপ হলে তিনি বিষয়টি জেনেছেন এবং মর্মাহত।
ইতালিতে এ পর্যন্ত ১০ বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণের খবর জানা গেছে।
মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব মাওলানা জোনাইদ সোবহান এবং সাংবাদিক আব্দুল বাছিত দলই এ ব্যাপারে সহযোগিতা করার চেষ্টা করে চলেছেন।