মানিকগঞ্জের সিংগাইরে অটো চালকের লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৬:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ১২৩ বার পড়া হয়েছে

এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জ থেকে ; ১১ মে মানিকগঞ্জে সিংগাইরে আব্দুল মালেক নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে সিংঙ্গাইর থানা পুলিশ।
সোমবার (১১ মে) ভোর রাতে হেমায়েতপুর – সিংগাইর সড়কের ভূমদক্ষিন আনান কেমিক্যাল ফ্যাক্টরি সংলগ্ন রাস্তায় থেকে এ লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বড়পাড়া গ্রামের মৃত আলী আহমেদের ছেলে আব্দুল মালেক (৪৮)।
নিহতের ছেলে মো.রুবেল জানান,আমার পিতা রবিবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে অটো গাড়ি নিয়ে বের হয়। এর পর রাত হয়ে গেলেও বাড়ি ফিরে নাই। পরে প্রতিবেশি আত্বীয় স্বজনকে বিষয়টি জানাই, আমরা সবাই খোঁজাখুঁজি করি। সকালে থানায় জিডি করতে আসলে পুলিশ উদ্ধারকৃত একটি লাশের কথা জানান। পরে আমার পিতার লাশ শনাক্ত করি।
থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে লাশ দেখে ওই এলাকার কে বা কারা ৯৯৯ নাম্বারে ফোন দেয়। ৯৯৯ থেকে থানায় বিষয়টি অবগত করলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ পরির্দশক(তদন্ত) মো.হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন-লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।