হিলিতে চিকিৎসকদের মাঝে পিপিই প্রদান করলেন বিএনপি
- আপডেট সময় : ০৬:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ৭১ বার পড়া হয়েছে
গোলাম রব্বানী, হিলিঃ সারাদেশে মহামারী করোনা ভাইরাসের ক্রান্তিকালে হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট) বিতরণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসানের কাছে পিপিই সামগ্রীগুলি হস্তান্তর করেন।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোলাম রব্বানী