চাল চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্ত ইউপি চেয়ারম্যান
- আপডেট সময় : ০৬:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছ মিয়াকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নূরপুর ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়ার বিরুদ্ধে চলমান করোনাভাইরাসে সৃষ্ট সঙ্কটে দরিদ্রদের জন্য সরকারের দেয়া ত্রাণ ও ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে, হবিগঞ্জের জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। ফলে তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
জানা গেছে, সরকারি চাল বিতরণে চরম অনিয়ম করেছেন নূরপুর ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়া। তার হেফাজত থেকে চলমান করোনাভাইরাস সঙ্কটে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১ হাজার ৭শ’ কেজি চাল ৮ই মে রাতে জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। আরও ৩শ’ কেজি চালের হদিস পাওয়া যায়নি। এছাড়াও টিপ সই নিলেও ভিজিডি কর্মসূচির চাল না দিয়ে তা আত্মসাতের অভিযোগেরও সত্যতা মিলেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফত রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে এবং অভিযোগের সত্যতা পায়। অভিযানের খবর পেয়ে গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলাও দায়ের করা হয়েছে।