সংবাদ শিরোনাম :
রাইভেটকারের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ৬৫ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক;
টাঙ্গাইলের সখীপুরে প্রাইভেটকারের ধাক্কায় রেজাউল ইসলাম (৫০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার বোয়ালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম, উপজেলার শোলাপ্রতিমা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে স্কুলশিক্ষক রেজাউল ইসলাম বাইসাইকেল নিয়ে বোয়ালী বাজারে যাচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, এঘটনায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।