এক টুকরো তারের জন্য শিশুকে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৪:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ৫৪ বার পড়া হয়েছে
হত্যার পর সুপারি গাছের বাকল দিয়ে কাঁঠালগাছে ঝুলানো হয় মরদেহ।
অনলাইন ডেস্ক; অনুমতি না নিয়ে খেলার জন্য এক টুকরো তার নেয়ায় বরিশালের হিজলায় ৬ বছরের শিশু আরাফাতকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার খবর মিলেছে। বরিশাল জেলা পুলিশ এ খবরের সত্যতা স্বীকার করে এই ঘটনায় জড়িত দুজনকে আটক করার কথা বলেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশালের হিজলা উপজেলার রাংদা গ্রামের দিনমজুরের সন্তান আরাফাত গতকাল সোমবার বিকেলে এক টুকরো তারের পাইপ না বলে নিয়ে যায়। এটি শিশুটির হাতে পাবার পর স্থানীয় সাব্বির ও তানজিল নামের দুই যুবক তাকে ধরে বেদম পেটায়। এক পর্যায়ে শিশুটি মরে গেলে এরা পার্শ্ববর্তি সুপারি বাগানে একটি কাঠাল গাছের সাথে তার মরদেহ ঝুলিয়ে দেয়।
খবর পেয়ে গতকাল সন্ধ্যা ৬টায় পুলিশ মরদেহটি উদ্ধার করে আজ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। এ ঘটনায় জড়িত দুজনকেই পুলিশ আটক করেছে। শিশুটির বাবা আব্দুর রব ঢালী বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।